এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
মিয়ানমারের অভ্যন্তরে চলা বিদ্রোহী দুই গ্রুপের সংঘর্ষের জেরে এ পারের আসা গুলিতে আহত শিশুকে আফনান কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে আহত আফনান (১২) কে চমেকের আইসিইউতে হস্তান্তর করার কথা জানিয়েছেন আফনান এর চাচা মোহাম্মদ শওকত।
তিনি বলেন, ‘অবস্থা আশংকা জনক হওয়ায় আফনানকে জরুরি বিভাগ থেকে সরাসরি আইসিইউতে নেওয়া হয়েছে, সে কিছু সময় হাত-পা নাড়াচাড়া করছিলো। জানিনা কি হবে, সব আল্লাহর ইচ্ছা।
‘আফনানের বাবা জসিম বলেন, আমার মেয়েটা নাস্তা দিতে গিয়েছিলো দোকানে, হঠাৎ তার কানে গুলি এসে লাগে। পরে হাসপাতালে নিয়ে গেছে লোকজন, জানিনা কি অবস্থায় আছে সে।’
এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় হঠাৎ করে সীমান্তের ওপার থেকে আসা গুলি শিশু আফনানের কানে লেগে গুরুত্বর আহত হয়।
এর পরপরই স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে, হোয়াইক্যংয়ে কক্সবাজার -টেকনাফ মহাসড়কস্থ তেচ্ছিব্রিজ এলাকায় অবরোধ-বিক্ষোভ করে স্থানীয় জনগন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন স্থানীয়রা ।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুরে সীমান্তের ওপার থেকে মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ সদস্য পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে এদেশে ঢুকে পড়ে, পরে পুলিশ-বিজিবি তাদের আটক করে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ওপারে দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। গোলাগুলি ও সংঘাতের কারণে আতংকে রয়েছেন স্থানীয়রা। বার বার অরক্ষিত সীমান্ত দিয়ে ভিন্ন দেশের বিদ্রোহী সন্ত্রাসীরা আমাদের দেশে প্রবেশ করা আমাদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, একটা স্বাধীন দেশের সীমান্ত এভাবে অরক্ষিত থাকায় সীমান্ত ঘেঁষা জনগণ সবসময় জানমালের নিরাপত্তা অভাব বোধ করতেছে।


