ঢাকাThursday , 16 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর
  • আওয়ামীলীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে —-হাসনাত আবদুল্লাহ

    admin
    January 16, 2025 7:35 pm
    Link Copied!

    দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//

    আওয়ামীলীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। গত ১৬ বছর আওয়ামীলীগ দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। আপনাদের রাজনৈতিক দলগুলোর উপরও অনেক নির্যাতন করেছে। আপনারা ঘরে ঠিকভাবে খাবারও খেতে পারেন নাই। সাপ্তাহের প্রতিদিনই কেটেছে আদালতে হাজিরা দিতে। কিন্তু অতন্ত দুঃখজনক কি করে আপনারা এত তারাতারি আওয়ামীলীগের নির্যাতনের কথা ভূলে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে উপজেলাধীন আলিয়া ও ক্বওমী মাদ্রাসাসমূহের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ এসব বক্তব্য তুলে ধারেন।
    এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগকে যারা পুনর্বাসন করেছিলো, আওয়ামীলীগ ফিরে এসে তাদের হত্যা করেছিলো। সুতরাং আপনারা যারা মনে করেন আওয়ামীলীগ ফিরে আসলে আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, এটা ভুল ভাবছেন। মনে রাখবেন এই বাংলাদেশে হয়তো ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকবো। বাংলাদেশে যদি আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চান তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। যারা ভোটের জন্য আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন তারা জাতির সাথে বেইবানি করছেন। আপনারা আওয়ামীলীগকে পুনর্বাসন করার চেষ্টা না করে, গত ১৬ বছরে তাদের অত্যাচারের বিচারের দাবিতে আওয়াজ তুলুন। আমরা আপনাদের সাথে প্রয়োজনে রাস্তায় নামবো।
    তিনি আলেমদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগ শাহবাগ ও মতিজিল থেকে আলেমদের ক্লিয়ার করেছিলো, আল্লাহ তাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার করে দিয়েছে। এখন সময় এসেছে আলেম সমাজকে ঘুরে দাঁড়ানোর। একটি সময় ছিলো আপনারা কোরআন ও হাদিসের কথা বলতে পারতেন না। আপনাদেরকে শুধু নেওয়া হতো অনুষ্ঠানে কোরআন তেলওয়াত ও মুনাজাতের জন্য। সমাজের গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত আপনারা মতামত দিতে পারতেন না, মতামত নেওয়া হতো সুদখোর, ঘুষখোর ও বাটপারদের। তাই আজ সমাজের এত অধঃপতন হয়েছে।
    তিনি আরো বলেন, আলেমদের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আপনারা এখন বুক উঁচু করে সঠিক কথা বলেন। মসজিদ ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করুন। সমাজের গুরুদ্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দেন। সমাজব্যবস্থাকে অধঃপতনের হাত থেকে মুক্ত করতে হবে।
    দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও প্রভাষক আল আমিনের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুলতানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমেদ, জয়পুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলমঙ্গীর হোসেন, দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মো. আশরাফুল আলম ওবাইদী, বৈসরকোট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তাবদুল হক, দেবিদ্বার দারুল উলুম মাদ্রসার মুহতামিম মাওলানা হাফেজ মো. আবু তাহের, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. ছালেহ আহমদ মুনিরী, ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা জালাল উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো. মোহতাদির যারিফ সিক্ত প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST