সারিয়াকান্দি সংবাদদাতাঃ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বুধবার সকালে সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন সারিয়াকান্দি বগুড়া এর আয়োজনে আলোচনা সভা। ব্রাক, সুফল ২ প্রকল্প ও এস কে এস ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকান্ডে বিষয়ক মহড়া অনুষ্টিত হয়।সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুজন মিয়ার উপস্থাপনায় সারিয়াকান্দি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়াজুল হকের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসাবের উপস্থিত ছিলেন শাহরিয়ার আলম উপজেলা নির্বাহী অফিসার এবং আরো উপস্থিত ছিলেন সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের সকল ফায়ার ফাইটার বৃন্দ। আমন্ত্রিত অতিথি ছিলেন লাল মাহমুদ সভাপতি সারিয়াকান্দি পৌর বিএনপি ও হারুনুর রশিদ শিক্ষক সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়।