আমার আমিত্ব
বিপ্লব মজুমদার
আমি সিক্ত, আমি রিক্ত
আমি গোপন প্রেমের ব্যক্ত।
আমি উক্ত, আমি উন্মুক্ত।
আমি নির্লক্ষ্য,আমি নির্লজ্জ
আমি বাঁধন হারা শিশুর বাজুবন্ধ।
আমি শীর্ণ,আমি বিদীর্ণ।
আমি কীর্ণ,আমি বিস্তীর্ণ
আমি নভোচারী হয়ে মহাকাশে অবতীর্ণ
আমি সূর্য,আমি ঐশ্বর্য।
আমি তেজ, আমি ছোট্ট শিশুর জেদ
আমি সবুজ শ্যামলে গড়ে ওঠা ভরা ধান ক্ষেত
আমি অবাধ্য ছাত্রের শায়েস্তা করা স্যারের হাতের বেত।
আমি অবহেলা,আমি অবেলা
আমি বন্যা প্লাবিত আশ্রিতের নিঃসঙ্কচ ভেলা।
আমি অবুঝ শিশুর ছেলেখেলা,আমি গ্রাম্যমানুষের আনন্দ মেলা।
আমি ভাগীরথীর তীর,আমি ভীমের মতো মহাবীর
আমি নজরুলের হাতে লেখা সেই কবিতার ‘উন্নত শির।আমি রবিঠাকুরের সেই রতনের কান্নাভরা চোখের নীর।
কবি:বিপ্লব মজুমদার
স্নাতক (সম্মান), বাংলা
সাতক্ষীরা
তারিখ:০৪/০৯/২০২৪
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।