মোহাম্মদ তারেক (লক্ষ্মীপুর) রামগঞ্জ প্রতিনিধি:
আজ ২৩ শে সেপ্টেম্বর সোমবার ১২ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান খান। তিনি বলেন ব্যাংকের এজেন্ট শাখাটি করে হাওয়াতে সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে। এখন আর দূরে রামগঞ্জ গিয়ে টাকা সংগ্রহ করতে হয় না যখন খুশি তখনই আমরা টাকা সংগ্রহ করতে পারি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রামগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার খোরশেদ আলম। তিনি বলেন ইসলামী ব্যাংক সকল সমস্যা কাটিয়ে ওঠে আবার জনগণের ব্যাংকে পরিণত হয়েছে। আপনাদের আস্থা বিশ্বাস দিয়ে আগে যেভাবে ব্যাংকে ভালোবেসেছেন এখনো সেভাবে আস্থা রাখবেন বলে আমার বিশ্বাস। সাময়িক কিছু অসুবিধা হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। তবে অচিরেই তারল্য সংকট সহ সব কেটে যাবে ইনশাআল্লাহ। শরিয়া বাস্তবায়নের বিষয়ে ইসলামী ব্যাংক সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে। এজেন্ট এবং শাখাকে আপনারা আলাদা করে দেখবেন না দুটাই ইসলামী ব্যাংক লেনদেন সহ যাবতীয় বিষয়ে দুটোর মধ্যে কোন পার্থক্য নেই। উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইসাপুর মোহাম্মদিয়া খিদমাতুল উলুম মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াসিন মীর। লতিফগঞ্জ বাজার মসজিদের সম্মানিত খতিব জনাব সাইফুল্লাহ হেলাল। লুমিনা একাডেমি রামগঞ্জের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান খান। ইসলামী ব্যাংকের রামগঞ্জ শাখা অফিসার জনাব মোঃ আলী জিন্না। প্রোগ্রাম পরিচালনা করেন বাংলাবাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী জনাব মোঃ রফিকুল্লাহ। বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে আপ্যায়নের মাধ্যমে গ্রাম সমাপ্ত হয়।