ঢাকাFriday , 14 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উন্নয়নের রাজনীতিতেই দেশের অগ্রগতি সম্ভব: লুৎফুজ্জামান বাবর

    admin
    November 14, 2025 9:38 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর নিজ উপজেলা মদনে প্রথম আগমনে গণসংবর্ধনা পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

    শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাবলিক হল মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    গণসংবর্ধনা অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবর বলেন, “অনেকে মনে করেন আমি ১৭ বছর নির্যাতিত ছিলাম। কিন্তু তার চেয়েও বেশি নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার। তিনি তাঁর ছোট ছেলে আরাফাত রহমান খুকুকে হারিয়েছেন এবং বড় ছেলে তারেক রহমানও মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।”

    তিনি আরও বলেন, “আমরা যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তাহলে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিতে হবে। শহীদ জিয়ার আদর্শকে অন্তরে ধারণ করে কাজ করতে হবে। তাহলেই দেশ ও জাতির প্রকৃত উপকার হবে।”

    উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথমবার ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST