ঢাকাSaturday , 24 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজার সরকারি কলেজে জেলা পর্যায়ের আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

    admin
    January 24, 2026 7:13 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার সরকারি কলেজ মাঠে আজ উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জেলা পর্যায়ের দুই দিনব্যাপী ‘আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

    জাতীয় পতাকা, কলেজ পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনী দিনে বিভিন্ন পর্যায়ের দৌঁড় প্রতিযোগিতা এবং উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কক্সবাজার জেলার বিভিন্ন কলেজ অংশগ্রহণ করেছে।

    কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই লক্ষ্যেই জেলা পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করছে, যাতে এখান থেকেই আগামীর জাতীয় মানের ক্রীড়াবিদ তৈরি হতে পারে।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ নুরুল ইসলাম, ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযম, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম এবং শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক আহমদ কবির।

    পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজয় কুমার দত্ত। দুই দিনব্যাপী এই ক্রীড়া মহাযজ্ঞ আগামীকাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST