চট্টগ্রাম দ: জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লোহাগাড়া উপজেলার আওতাধীন কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত ।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন ও লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম রমজানুল কবিরের যৌথ স্বাক্ষরিত লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।
উক্ত আহবায়ক কমিটিতে যারা রয়েছেন , যথাক্রমে :- মোঃ জাহাঙ্গীর আলম – আহবায়ক । মো: নূর সাফা – সিনিয়র যুগ্ন আহ্বায়ক । মো: ইকবাল – যুগ্ন আহ্বায়ক । মো: গোলাম সোবহান – যুগ্ন আহবায়ক । মো: জিল্লুর রহমান- যুগ্ন আহবায়ক । মোঃ শাহাবুদ্দিন – যুগ্ন আহ্বায়ক । মো: মিজানুর রহমান – যুগ্ন আহবায়ক । মো: আজিজুল হক – যুগ্ন আহবায়ক । মোঃ নাজিমুদ্দিন – যুগ্ন আহবায়ক । মোঃ নুরুল আফসার- যুগ্ন আহবায়ক । মো; ইয়াসিন আরফাত- সদস্য সচিব । মোঃ কামাল উদ্দিন- সদস্য । মোজাফফর আহমদ- সদস্য । মোঃ সোহেল – সদস্য । শফিক আহমেদ- সদস্য । আমির আহমদ -সদস্য । মোঃ সোহেল – সদস্য । মো: ইউসুফ – সদস্য । আবুল কালাম -সদস্য । অলি আহমদ- সদস্য । মোঃ শাহাদাত- সদস্য । মোঃ ফারুক- সদস্য । মো: আবদুল আলম জিসান -সদস্য । মো: মিজান -সদস্য । মো: খোরশেদ আলম- সদস্য । মোঃ লিয়াকত- সদস্য । মোঃ সোহেল -সদস্য । মো: শামসুল ইসলাম- সদস্য । মো: জাফর আহমদ- সদস্য । সাকিবুল ইসলাম শিহাব – সদস্য । ও মোঃ আব্দুল আজিজ – সদস্য ।