কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সিভিল সার্জন ডাঃ নাসিমা আকতারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩ খ্রিঃ) সকাল সাড়ে দশটায় সিভিল সার্জন কার্যালয়ে সাক্ষাৎকালে সিভিল সার্জনকে মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর একটি স্বরনিকা বই দিয়ে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন।
এসময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার, কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সহ -সভাপতি কবি ও লেখক মোঃ আবদুল আউয়াল সরকার,প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।