তানভীর ইসলাম আলিফ, কুমিল্লা (হোমনা) প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে প্রণীত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে প্রচার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারের ওয়াই-ব্রিজের (Y-Bridge) জিরো পয়েন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শওকত আলী মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল। এছাড়া হোমনা পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।


