দিনাজপুর ঘোড়াঘাট প্রতিনিধি( এম. হাবিব)
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় ঘোড়াঘাট থানা রানীগঞ্জ মাছ বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপুর এলাকায়। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক দিনাজপুরের রানীগঞ্জ মাছ বাজার এলাকা অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।