ঢাকাThursday , 3 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত

ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

admin
October 3, 2024 2:05 pm
Link Copied!

দিনাজপুর ঘোড়াঘাট ( এম. হাবিব )//

গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা ছাত্রদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) সন্ধা থেকে রাতভর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতারা হলেন, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল (৬৫), উপজেলা যুবলীগের সদস্য আবু সাঈদ (৫৫) এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত কাওছার হৃদয় (২৭)।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট পৌর এলাকার বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখ একটি মামলা করেন পৌর ছাত্রদলের সদস্য শহিদ শেখ। মামলায় অজ্ঞাতনামা আরো ৭০ থেকে ৮০ জনকে আসামী করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে আমরা গ্রেপ্তার তিনজনের সংশ্লিষ্টতা পেয়েছি। আসামীদেরকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিজ্ঞ আদালতে উঠানো হবে। অজ্ঞাতনামা অন্য আসামীদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST