ঢাকাTuesday , 8 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর
  • চট্টগ্রামের মিরসরাইয়ে কামরুল আলম হত্যাকান্ডের মামলার ঘাতক পারভেজ কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

    admin
    October 8, 2024 12:55 pm
    Link Copied!

    বেলাল উদ্দিন চট্টগ্রাম দ: জেলা প্রতিনিধি :

    বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

    নিহত ভিকটিম মোঃ কামরুল আলম (৫০) চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন কাজির তালুক এলাকার বাসিন্দা। ভিকটিম গত ১২ জুলাই ২০২৪ইং তারিখে নিজ বাড়ি হতে পায়ে হেঁটে বড় তাকিয়া বাজারে যাওয়ার সময় আনুমানিক ০৮৩০ ঘটিকায় চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউপিস্থ বড় তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে রাস্তা পারাপারের সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি বাস এবং একটি কাভার্ড ভ্যান ওভারটেকিংয়ের সময় ভিকটিমকে পিছন থেকে চাপ দিয়ে পিষ্ট করে। এতে ভিকটিম মোঃ কামরুল আলম গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় কুমিরা হাইওয়ে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

    উক্ত ঘটনায় নিহত ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় উপরোক্ত বাস ও কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮/১০৩, তাং- ১২ জুলাই ২০২৪ ইং, ধারা- ৯৮/১০৫, সড়ক পরিবহন আইন, ২০১৮।

    র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত মামলার অজ্ঞাত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে। নজরদারির একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার ক্লুলেস হত্যাকাণ্ডের আসামি ঘাতক গাড়িচালক আবদুল্যাহ আল মামুন প্রকাশ পারভেজ চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন কমলদহ বাজারে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৬ অক্টোবর ২০২৪ইং তারিখে আনুমানিক ১৭৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি আবদুল্যাহ আল মামুন প্রকাশ পারভেজ (২৪), পিতা- মোঃ হারুন, সাং- নয়াপাড়া, থানা- চর জব্বার, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘাতক কাভার্ড ভ্যানের চালক এবং মিরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউপিস্থ চক্ষু হাসপাতলের সামনে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভিকটিম মোঃ কামরুল আলমকে গুরুতর যখম করে হত্যা করার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদের সে আরো জানায় যে উক্ত ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়ানোর জন্য সে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

    গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার মিরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST