মোঃমিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সুকান্ত বর্মন(২৮)নামের এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার(২৮সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় দিকে উপজেলার বাগজানা রেলওয়ে ষ্টেশনের দক্ষিণে চম্পাতলি হঠাৎপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী ছানা বর্মনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকালের দিকে নিহত যুবক বাগজানা রেল ষ্টেশনের দক্ষিণে চস্পাতলী হঠাৎপাড়া নামক স্থানে রেল লাইনের আশে পাশে ঘুরাঘুরি করছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌছিলে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সে আত্মহত্যা করে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন, সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি)হাবিবুর রহমান বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে ।