ঢাকাMonday , 23 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে এম এ রশিদ বেসরকারি হসপিটালে হামলার ভাংচুর কারি গ্রেপ্তার করেন পুলিশ

    admin
    December 23, 2024 5:50 pm
    Link Copied!

    মোঃরাকিব হাসান জামালপুর

    জামালপুর পৌরসভার সরদার পাড়া রোডে অবস্থিত এম এ রশীদ হসপিটালে হামলার আসামীদের ২৪দিনের মাথায় গ্রেফতার করা হলো।

    সোমবার (২৩ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে আসামী গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেন।এসময় তিনি সাংবাদিকদের জানান,গত ২৮নভেম্বর রাত আনুমানিক সাড়ে বারোটায় এম এ রশিদ হাসপাতালের সামনের রাস্তা পারাপার নিয়ে এম শুভ পাঠান (৩২) গং,পিতা মৃত: ওবায়দুল হাসান টিপু পাঠান এর সাথে হাসপাতাল কর্তৃপক্ষ মোঃ শিববীর আহাম্মদ, পিতা:মোঃ সিরাজুল ইসলাম তর্কাতর্কির এক পর্যায়ে শুভ পাঠান গংরা এম এ রশীদ হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হাসপাতালে উপস্থিত কর্মরত ৪জন কর্মকর্তা ও কর্মচারীকে মারধর করে আহত করে। এঘটনায় মোঃ শিববীর আহাম্মদ বাদী হয়ে গত ৩০ নভেম্বর জামালপুর থানায় ভিন্ন ভিন্ন ধারায় পৃথক ভাবে দুইটি মামলা নং৪৮ ১৪৩/১৪৮/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৪২৭/৫০৬(২) ধরায় মামল নং ৪৯ ১৪৩/১৪৮/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৪২৭/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন। এরপর থেকেই তাদের গ্রেফতারের চেষ্টা চলছিলো। গত ২২ ডিসেম্বর গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে রাত আনুমানিক দেড়টায় বাড়ি নং ২৩/বি,রোড নং ১১৩, গুলশান – ২ এ শোস স্টেকহাউজ রেষ্টুরেন্টের তৃতীয় তলার ৩০১ ও ৩০৪ নং কক্ষ থেকে মামলা দুটির এজাহার নামীয় আসামীদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো
    ১) এম শুভ পাঠান(৩২),পিতা মৃত :ওবায়দুল হাসান টিপু পাঠান,সাং- ষ্টেশন রোড,জামাল পুর,২) মোঃ রিপন হোসেন হৃদয় (২৫),পিতা -আবুল হোসেন,সাং- বসাক পাড়া, জামালপুর, ৩) মাসুম মিয়া(৩৩),পিতা- মোঃ মোফাজ্জল হোসেন, সাং- চালাপাড়া,জামালপুর, ৪) রাজু (২৫), পিতা- মোঃ মোফাজ্জল হোসেন, সাং- চালাপাড়া,জামালপুর এবং তদন্তে সন্দেহভাজন আং তদন্তে সন্দেহভাজন আসামী মোঃ ঝুটন মিয়া(৩৩), পিতা-মোঃ নাসির, সাং- ছনকান্দা,জামালপুর অভিযানকালে জৈনক স্বাগত নামক ব্যক্তির চেহারা এম শুভ পাঠানের সাথে মিল থাকায় তাকেই গ্রেফতারের চেষ্টা করা হলে সামান্য ভূল বুঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়ার পর তা মিমাংশা হয়ে যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST