মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে তথ্য মেলা উদ্বোধনী অধিবেশন
নতুন বাংলাদেশ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীণ
রবিবার দুপুরে (২৯সেপ্টেম্বর )জামালপুর জিলা স্কুল সংলগ্ন মাঠে তথ্য মেলা উদ্বোধনী অধিবেশন আয়োজন করেন,সচেতন নাগরিক কমিটি(সনাক)জামালপুর, সহযোগিতায়,জেলা প্রশাসক,জামালপুর,মেলার উদ্বোধনী
অতিথিবৃন্দের স্টল পরিদর্শন করেন,৩১,স্টল,গণশ্তনান ও প্রাতিষ্ঠানিক তথ্য উপস্থাপন,তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা প্রদান ও আবেদন ফরমপূরণের কৌশল শেখানো হয়,
প্রধান অতিথি উপস্থিত ছিলেন, হাছিনা বেগম,জেলা প্রশাসক জামালপুর,
সভাপতি করেন,শামিমা খান,সভাপতি সচেতন নাগরিক কমিটি(সনাক)জামালপুর,
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,
সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা,পুলিশ সুপার জামালপুর,কারুর জামান,সহকারিপরিচালক,দুনীতি দমন কমিশন,জেলা কার্যালয় জামালপুর,ডাঃ মোঃ ফজলুল হক,সিভিল সার্জন, জামালপুর,মোঃ আলী আমাজাদ দপ্তরী,উপপরিচালক,জেলা পরিবার পরিকল্পনা আফিস জামালপুর,প্রমুখ।