মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে তৃতীয় দিন সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট
বৃহস্পতিবার( ৩ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে গত ১অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের আজ বৃহস্পতিবার শেষ দিন।
কর্মসুচি চলাকোলে বকশিগঞ্জ উপজেলার সার্ভেয়ার রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার আল জুবায়ের ও জেলা পরিষদের সার্ভেয়ার নাজমুল হাসান সহ অনেকেই বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, তারা চাকরির শুরু থেকেই বৈষম্যের শিকার। অন্যান্য ডিপ্লোমাধারীদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন হয়েছে, শুধুমাত্র সার্ভেয়ারদের এই গ্রেড বাস্তবায়ন হয়নি। বৈষম্য ভেঙে দাবী আদায়ে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করতে হচ্ছে। দাবি মানা না হলে আগামীতে আরও বড় আকারে কর্মসূচি দেওয়া কথা জানান তারা।