মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যাণ তহবিল থেকে মৃত আবুল কালাম আজাদ ওরফে রাজুর নমিনীকে চেক তুলে দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এ চেক হস্তান্তর করা হয়।
এসময় শ্রমিক কল্যান সদস্য নং-৮২৯ কেন্দুয়া ইউনিয়নের শেখবাড়ীর মৃত আবুল কালাম আজাদ রাজুর স্ত্রী নমিনী মোছা. শাকিলা আক্তারের কাছে ৬০ হাজার টাকার চেক তুলে দেন জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, শ্রমিক ইউনিয়নের আহবায়ক এসএম মোসাদ্দেক আলী মোহন, সিনিয়র যুগ্মআহবায়ক শেখ মো. আব্দুস সোবহান, যুগ্মআহবায়ক মো. হারুন অর রশিদ, সদস্য ছানোয়ার হোসেন, কামরুল হাসান রতন, আব্দুস সালাম, সাদেকুর রহমান হীরা, আল আমিন, আব্দুল খালেক, আনোয়ার হোসেন শাহীন, নুরুল ইসলাম নুরু, মতিউর রহমান, মিজানুর রহমান ধুইলা, সাব্বির হোসেন, ছাইদুর রহমান, ফিরোজ আহাম্মেদ লাল, সুজন শেখ, মোছাব্বির আহমেদ জুয়েল প্রমুখ।