ঢাকাThursday , 17 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত

তিশরী বেনুবন বিহারে প্রবারনা পূর্ণিমা অনুষ্ঠিত

admin
October 17, 2024 1:00 pm
Link Copied!

বেলাল উদ্দিন চট্টগ্রাম দ: জেলা প্রতিনিধি :

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া  ইউনিয়নের দক্ষিণ পূর্ব শেষ প্রান্তে চানখালি নদীর পার ঘেসে যাওয়া একটি ছোট্ট সুন্দর সুশৃংখল মনোরম পরিবেশে অবস্থিত   তিশরী বেনুবন বিহার। তিশরী বেনুবন বিহারে ১৬ অক্টোবর (বুধবার) বিকালে প্রবারনা পূর্ণিমায় । প্রভারণ ও পূর্ণিমার অনুষ্ঠান সূচিতে , প্রদীপ, ভোজ্য ও পানীয় পূজা,রঙিন ফানুস উত্তোলন সহ বিভিন্ন ক্রীড়া  প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে।

এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস  উড়ানো।   সারাদেশের ন্যায় তিশরী বেনুবন বিহারে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয় ।

তিশরী বেনুবন বিহারের ধর্মীয়গুরু ধর্মানন্দ  মহাস্থবির এর পরিচালনায় সংঘদান, আলোচনা, পঞ্চশীলা, আস্থাশীলা ও প্রদীপ পূজার কর্মসূচি পালিত হয়।প্রচার ও মিডিয়া সহযোগিতায় ছিলেন  বাবু বিধান বড়ুয়া।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী পৃথক কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন, তিশরী বিহার কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু মৃণাল বড়ুয়া, তিশরী  বিহার কমিটির সহ-সম্পাদক বাবু জিকু বড়ুয়া, তিশরী বিহার কমিটির ধর্মীয় সম্পাদক বাবু কমল বড়ুয়া,তিশরী বৌদ্ধ প্রগতি সংঘের সাধারণ সম্পাদক বাবু এলেগ বড়ুয়া সিকো,বাবু ডবিন বড়ুয়া, বাবু বিকিরণ  বড়ুয়া সহ তিশরী বেনুবন বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST