ইব্রাহিম হোসেন, হাকিমপুর (দিনাজপুর) থেকে//
দিনাজপুর জেলা চার উপজেলা(সমন্বিত)সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মো: ইব্রাহিম হোসেন সভাপতি দিনাজপুর জেলা চার উপজেলা(সমন্বিত) সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি ও সভাপতি হাকিমপুর উপজেলা প্রধান অতিথি, জনাব মো: ইউনুছ আলী, সদস্য মামলা পরিচালনা কমিটি বিশেষ অতিথি, জনাব মো: আসাদুল ইসলাম, সদস্য মামলা পরিচালনা কমিটি আমন্ত্রিত অতিথি, জনাব মো: এরশাদ আলী, সভাপতি বিরামপুর উপজেলা, জনাব মো: বজলুল রহমান, সভাপতি নবাবগঞ্জ উপজেলা, জনাব মো : বেলাল হোসেন, সা: সম্পাদক হাকিমপুর উপজেলা, মো: সাজ্জাদ হোসেন সা: সম্পাদক নবাবগঞ্জ উপজেলা, মো: মইনুল ইসলাম ক্যাশিয়ার চার উপজেলা সঞ্চালনায় মো: আ বারী, সভাপতি ঘোড়াঘাট, সহ আরও উপজেলা প্রতিনিধি বক্তব্য রাখেন।
আলোচনায় সভায় বক্তারা বলেন, দিনাজপুর ৬ আসনের এলাকায় হওয়ায়, চার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করন সহ সকল কর্মচারীদের, বেতন ভাতা, দায়িত্ব কর্তব্য নিশ্চিত করতে হবে। রিট পিটিশন মামলা, ১৫% বিশেষ প্রণোদনা, নৈমিত্তিক ছুটির সঠিক ব্যবহার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবং দিনাজপুর জেলা চার উপজেলার সকল প্রকার সমস্যা এই কমিটির মাধ্যমে সমাধানের আশ্বাস দেন, আগামিতে সকলেই দলবদ্ধভাবে কঠিন আন্দোলনের মাধ্যমে সব দাবি দাওয়া আদায় করতে চার উপজেলাকে নিদের্শ প্রদান করা হয়।


