কুমিল্লা প্রতিনিধি // জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহআলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শ্রী সুজিত পোদ্দার, মোঃ বশির আহমেদ, আলহাজ্ব নুরুল ইসলাম চেয়ারম্যান, মোকবল হেসেন মুকুল চেয়ারম্যান, কামরুজ্জামান মাসুদ চেয়ারম্যান, মোঃ জসিম উদদীন সরকার চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল প্রমূখ।