মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
সদ্যপ্রয়াত মরহুম দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় গুইমারাস্থ জালিয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এক ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম সুমন এবং গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের সংকটময় সময়ে তিনি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়। তাঁর দেখানো পথে চলেই একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।


