উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল ও কালিয়ায় সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫
নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানা এলাকায় একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালেরচর পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত সাব্বিরকে ওইদিন খুলনা নেওয়া হলে সে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত সাব্বিরের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পর্যন্ত এলাকায় আসেনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার সকালে জমি নিয়ে সাব্বিরের সঙ্গে তার চাচা রুহুল মোল্যা ও চাচাতো ভাই নাদের ও নাহিদসহ অন্যান্য স্বজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরেই তার মৃত্যু হয়। সংঘর্ষে নিহতের বাবা তৌহিদুল ইসলামও গুরুতর আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয় উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে
নড়াইলে প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ, আহত ৮
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ, আহত ৮
নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন—সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা, শহিদুল মোল্যা ও বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। তারা সবাই একই পক্ষের লোক।
আহত ও তাদের স্বজনেরা জানায়, মঙ্গলবার সকালে মামলা সংক্রান্ত এক কাজে নিজ এলাকা থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন হামলার শিকার আটজন। এসময় চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় এলাকার প্রতিপক্ষরা। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুইজনে যশোরে প্রেরণ করা হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন, হামলা নয় পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড়ে এলাকার দুই পক্ষ মারামারি করেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় তৎপর রয়েছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


