বেলাল উদ্দিন চট্টগ্রাম দ: জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি’র দুঃসময়ে হাল ধরে, নেতা কর্মীদের সুখে দুঃখে সর্বদা পাশে ছিলেন , আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন ।
আনোয়ারা উপজেলা বিএনপি’র একজন প্রবীণ নেতা বলেন ,
১৬ বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ।
দলের দুঃসময়ে ক্রান্তি লগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আনোয়ারা উপজেলা বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিন ।
তিনি আরো বলেন , ২০০৬ সালে বিএনপি সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ।
এরই মধ্যে অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয় ।
শেষে ২০০৮ সালে প্রহসনের নির্বাচনে দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে জোর এবং চক্রান্ত করে নির্বাচনে হারিয়ে দেওয়া হয় ।
অপশক্তির কাছে হেরে যায় দেশের গণতন্ত্র ।
খালেদা জিয়া ও তার পরিবারের উপর চালানো হয় নির্মম নির্যাতন ।
গণতন্ত্রের সূর্য সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান খুকু কে পাঠানো হয় নির্বাসনে।
এবং গণতন্ত্রের মা খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে করা হয় কারাবন্দি । জিয়া পরিবারকে এভাবে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ।
কিন্তু জনগণ ও সৃষ্টিকর্তার রহমতে এবং জিয়ার সৈনিকদের অবিচল আস্তার কারণে আজ দেশ মুক্ত । এবং দেশের গণতন্ত্রমুক্ত ।
তিনি আরো বলেন , স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও কনিষ্ঠ পুত্র আরফাতুর রহমান খুকুকে ক্ষমতাসীন মইনুদ্দিন ফখরুদ্দিনের নির্মম নির্যাতনের পর চিকিৎসার জন্য বিদেশে ফাটানো হয় । আরাফাত রহমান খুকু সেখানে শহীদ হন । কুকুর লাশ যখন দেশে আনা হলো তখন স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় ।
ঐদিন স্বৈরাচারী সরকার আরফাত রহমান খুকুর যানাযায় অংশ গ্রহণ করতে দেননি তারেক রহমানকে । এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে ।
লায়ন হেলাল উদ্দিন বলেন , বিগত ১৬ বছরে দেশে কোন সুস্থ নির্বাচন হয়নি । দিনের ভোটের কার্যক্রম শেষ করা হয়েছে ভোটের পূর্বে রাতের আঁধারে ।
হাজার হাজার বিএনপি নেতাকর্মী কে হত্যা, গুম এবং নির্যাতন করা হয়েছে । বিনা চিকিৎসায় দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে মারতে চেয়েছে ।
তারেক রহমান আর খালেদা জিয়া মা ছেলেকে ১৬ টি বছর দেখা করতে দেয়নি । কণ্টরোধ করা হয়েছে বিএনপি’র উপর নির্যাতন চালিয়ে । প্রতিবাদ করতে গেলে বলতো রাজাকার ।
হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে উন্নয়নের নামে ।
জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে ।
এরপর গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা । ছাত্র জনতার অভ্যুত্থানে মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত দের যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে উজ্জীবিত অবস্থায় রয়েছে বিএনপি ।
মাত্র এক মাস সময়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারা মুক্ত হয়েছেন । উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হয়েছে ।
একের পর এক মিথ্যা মামলা থেকে খালাস পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি হচ্ছে । বিএনপি নেতাকর্মীরাও রাজনৈতিক মামলা থেকে নিষ্পত্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসছেন ।
সব মিলিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে একটি উৎফুল্ল চাঙ্গাভাব বিরাজ করছে ।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় , ১৬ বছর দলের নেতাকর্মীরা মামলা হামলার শিকার হয়েছেন । নির্যাতন নিপীড়িত নেতাকর্মীদের পাশে ছিলেন লায়ন হেলাল উদ্দিন ।
বিএনপির প্রতিটি নেতাকর্মীদের মনে সাহস যুগিয়েছে লায়ন হেলাল উদ্দিন । দলের নেতাকর্মীদের কে কারা মুক্তির ব্যবস্থাও করেছেন তিনি ।
দেশের রাজনীতির দুঃসময়ে বিএনপি’র হাল ধরে আনোয়ারা উপজেলা বিএনপি’র পাশে এবং মাঠে ছিলেন লায়ন হেলাল উদ্দিন ।
দলের প্রতিটি নির্দেশনা পালন করতে নেতাকর্মীদের সাথে নিয়ে দিবস , ও সভা সমাবেশ পালন করেছেন লায়ন হেলাল উদ্দিন ।
তারা আরো বলেন , আনোয়ারা কর্ণফুলী বিএনপি অনেক সিনিয়র নেতা সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় নিয়মিত অফিস হাজিরা দিতেন । এলাকা থেকে বিচ্ছিন্ন ছিলেন অনেক নেতা ।
আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ করে ব্যবসা-বাণিজ্য ব্যস্ত সময় পার করছেন অনেক নেতা ।তারা বিএনপির পরিচয় পর্যন্ত দেননি । আর এদিকে বিএনপি’র ছেলেরা মিথ্যা মামলা নিয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছে অথচ ন্যূনতম খবর টাও রাখা প্রয়োজন মনে করেননি । এখন তারা কোন মুখে বিএনপি দাবি করবেন ?
লায়ন হেলাল উদ্দিনের জীবন আদর্শ যেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিকের পরিচয় মিলে ।
তাই এবার নেতাকে নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীরা ।
আনোয়ারার নেতাকর্মীদের আশা দল কোনদিন নিরাশ করবেন না দুঃসময়ের এমন নেতাকে ।
তাই তারা আশাবাদী , আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হিসেবে দেখবেন লায়ন মোঃ হেলাল উদ্দিন কে ।
বর্তমান অন্তবর্তী সরকার রাষ্ট্র কাঠামো প্রয়োজনীয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে ।
পরিবর্তিত পরিস্থিতি বিএনপি’র এখন মূল লক্ষ্য আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। বিএনপি আশা করেন , আগামী নির্বাচনের নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে সক্ষম হবেন।
এক প্রশ্নে জবাবে , লায়ন হেলাল উদ্দিন বলেন ,
আমার কাছে পদের চেয়ে দল বড় । শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘদিন থেকে রাজনীতি করছি। বিএনপি আমার পরিবার । রাষ্ট্রনায়ক তারেক রহমান কে দেশে ফিরিয়ে এনে দেশ মাতা বেগম খালেদা জিয়াকে দেশের সর্বোচ্চ সম্মানে যতদিন নিতে পারবো না , এতদিন আমি রাজপথে ছাড়বো না । এমন প্রতিজ্ঞা বললেন , লায়ন হেলাল উদ্দিন ।