ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগ কারীদের অবিরাম হাহাকার

admin
November 13, 2025 8:17 pm
Link Copied!

মহসিন মিয়াজী, ঢাকা।

নতুন ট্রেডার: “ভাই, আপনি কীভাবে এত এক্সপার্ট হলেন?”
পুরোনো ট্রেডার: “সহজ! প্রথমে আমি অনেক ভুল করেছি, তারপর টাকাগুলো হারিয়েছি ! এখন আমি এক্সপার্ট!”

পুঁজিবাজারের খারাপ দশা নিয়ে এটা একটা কৌতুক ! সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে দরপতন যেন থামছেই না। প্রতিদিন সূচকের পতন, বিনিয়োগকারীদের মধ্যে হাহাকার বাড়াচ্ছে। যেন হাজারো মানুষের বিঘ্নিত স্বপ্ন, নষ্ট আস্থা আর দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি চারপাশে ছড়িয়ে পড়েছ।

মার্কেটের মানচিত্রে চোখ রাখলেই বোঝা যায়—প্রায় পুরো বাজার রক্তে রঞ্জিত। এক-আধটু সবুজ ব্লক চোখে পড়লেও তা সমুদ্রের মধ্যে ক্ষুদ্র বিন্দুর মতো তুচ্ছ। এই পতন কেবল শেয়ারের নয়, এটি একেকটি বিনিয়োগকারীর নিঃশব্দ কান্না। কোথাও অবসরপ্রাপ্ত বৃদ্ধের সঞ্চয়, কোথাও প্রবাসীর ঘামে ভেজা উপার্জন ! প্রতিটি লাল গ্রাফের নিচে চাপা পড়ে আছে বেদনাভরা জীবনগাথা। 

বিনিয়োগকারীদের প্রশ্ন, কোথায় সেই প্রতিশ্রুতি, কোথায় নিরাপদ বিনিয়োগের পরিবেশ। দেশের প্রবৃদ্ধির গল্প প্রতিদিন শোনা যায়, অথচ শেয়ারবাজারে বারবার কেন দেখা দেয় ধসের কালো ছায়া? বিশেষজ্ঞদের মতে, সার্বিক অর্থনৈতিক সংকট, ব্যাংক একীভূতকরণ এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে তাল মেলাতে না পারার কারণে বাজারে দরপতন নিয়মিত ঘটছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সংকট প্রকট হয়ে উঠেছে এবং নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭০২ পয়েন্টে। যে সূচকটি এর আগে সর্বশেষ গত ২৩ জুন আজকের থেকে কম ছিল। ওইদিন সূচকটি ছিল ৪৬৯৫ পয়েন্টে। অর্থাৎ বৃহস্পতিবার সূচকটি সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

এর আগে বুধবার ৪৭ পয়েন্ট কমেছিল। আর মঙ্গলবার ১২ পয়েন্ট বাড়লেও তার আগের টানা ৭ কার্যদিবসের (২-১০ নভেম্বর) পতনের মধ্যে চলতি সপ্তাহের সোমবার ৩৯ পয়েন্ট ও রবিবার ৬৮ পয়েন্ট এবং গত সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে। এতে করে সূচকটি ৭ কার্যদিবসে কমে ২৬১ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ২৯০ কোটি ১৪ লাখ টাকা। যা ছিল বিগত ৫ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ১৫ জুন সর্বশেষ ৩০০ কোটির নিচে লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫ টি বা ৩.৯১ শতাংশের। আর দর কমেছে ৩৫২ টি বা ৯১.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭ টি বা ৪.৪৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮ টির, কমেছে ১৩৮ টির এবং পরিবর্তন হয়নি ৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩৯৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১১৯পয়েন্ট কমেছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ এবং বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংশ্লিষ্ট সঠিক জ্ঞান ও সচেতনতা পুঁজিবাজারের এই ভগ্নদশা কাটিয়ে উঠতে হতে পারে সহায়ক সমন্বিত শক্তি।

পুঁজিবাজারে ফিরে আসুক স্বস্তি ও সমৃদ্ধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST