ঢাকাTuesday , 20 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফকিরহাটে গণভোট বিষয়ে নারী শক্তিজীবী ও কর্মজীবী নারীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

    admin
    January 20, 2026 3:44 pm
    Link Copied!

    আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশের নারীদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ফকিরহাটে নারী শক্তিজীবী ও কর্মজীবী নারীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    “বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নারীগোষ্ঠীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, আইন অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সুরক্ষা প্রক্রিয়াকরণের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিশীলতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে কর্মজীবী নারী, সহায়তায় রয়েছে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ।
    মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৫ ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ ইউনিয়নের কাথলী গ্রামে আয়োজিত উঠান বৈঠকে গণভোট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সামুদ্রিক খাদ্য ও কৃষি খাতে ক্রিপক্ষীয় প্রক্রিয়া প্রচারের মাধ্যমে নারী শ্রমিকদের উপযুক্ত কাজের পরিবেশ উন্নয়ন, উপকূলীয় বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা কভারেজ ও শোভন কাজের সুযোগ সম্প্রসারণ এবং বৈচিত্র্যময় জীবিকায় সহায়তার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কমিউনিটির স্থিতিস্থাপকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। তিনি বলেন, নারীদের গণভোটে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা ও তথ্য জানার বিকল্প নেই। নারীরা ভোটাধিকার প্রয়োগ করলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
    উক্ত অনুষ্ঠানে বাগেরহাট জেলার WDW & RCC প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ এবং ফিল্ড ফ্যাসিলিটেটর টুম্পা আক্তার মিম উপস্থিত ছিলেন। তারা গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া এবং নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
    এছাড়াও কর্মজীবী নারী ফকিরহাট উপজেলার চারটি ইউনিয়নে ধারাবাহিকভাবে গণভোট বিষয়ে উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
    অনুষ্ঠানে সাংবাদিক আজিজুল গাজী, খুলনা বিভাগীয় প্রেসক্লাব বাগেরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক, উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
    উল্লেখ্য, WDW & RCC প্রকল্পের আওতায় আয়োজিত এসব কার্যক্রম নারীদের গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST