ঢাকাSunday , 20 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কৃষি বার্তা
  5. খেলাধুলা
  6. গনমাধ্যাম
  7. চাকরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. ফ্যাশন
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত

বগুড়ার সারিয়াকান্দিতে কম দামে গরুর মাংস বিক্রি।

admin
October 20, 2024 4:17 pm
Link Copied!

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্তদের কথা ভেবে সারিয়াকান্দি পৌর এলাকার মুক্তিযেদ্ধা মোড়ের পশ্চিম এবং এক্সিম ব্যাংক বাজার শাখার পূর্ব পার্ম্বে সেকেন্দার আলীর তিন ভাই গোস্ত ঘরে । গরীব অসহায়দের জন্য সন্ধা সময় থেকে ৫০০ / ৫৫০টাকা দরে ২৫০ গ্রাম থেকে শুরু করে জন প্রতি সর্বোচ্চ ২ কেজি পর্যন্ত মাংস বিক্রয় করেন। দোকানটিতে সকাল থেকে ব্যাগ হাতে ভিড় করেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সারিবদ্ধভাবে কেউ এক কেজি, কেউ দুই কেজি কিংবা তার বেশি মাংস কেনেন। প্রতি দিনেই দেশি ও সংকর জাতের গরু কেটে মাংস বিক্রি করেন। বাজারের লোকজন জানান, সারিয়াকান্দির বিভিন্ন বাজারে যেখানে গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা ভেবে কম দামে মাংস বিক্রির এমন উদ্যোগ নেওয়ায় প্রশংসিত হচ্ছেন সেকেন্দার আল ী।মাংস কিনতে আসা পৌর এলাকার খোকন মিয়া, দেবডাঙ্গা গ্রয়েন বাঁধ এলাকার রফিক মিয়া বলেন, আমরা ৬৫০ টাকা কেজি দরে মাংস নিয়েছি । অথচ সারিয়াকান্দির বিভিন্ন বাজার গুলো থেকে মাংস নিলে ৭০০ টাকা করে নিত। আমাদের মতো মধ্যবিত্তদের উপকারই হলো। সরেজমিনে গিয়ে দেখা গেল, সারিয়াকান্দি পৌর সভার নির্দিষ্ট জায়গায় ভোর ৫টা ৩০ মিনিট থেকে ৬টার মধ্যে লোকজনের সামনেই গরু জবাই হচ্ছে। সেখানে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দোকানে মাংস তোলা হচ্ছে। মানুষজন এসে সাধ্যমতো মাংস কিনে নিয়ে যাচ্ছেন।
মাংস বিক্রেতা সেকেন্দার আলী বলেন, তিনি প্রায় ৩৬ বছর ধরে মাংস বিক্রয়করে আসছেন । শুধু নিম্ন ও মধ্যবিত্তদের কথা ভেবে কম দামে মাংস বিক্রি শুরু করেছেন। প্রতিদিনই এই দামেই বিক্রি চলবে। তিনি বলেন, প্রতিদিন ৪ থেকে ৫মণ ওজনের গরু জবাই করে বিক্রি করেছেন। তিনি আরো বলেন সব কাজ সেরে প্রতি কেজিতে আমার ১০ থেকে ১৫ টাকা লাভ হয়। এতেই আমি খুশি।’ বরং বিক্রি বাড়লে দাম আরও কমিয়ে দেওয়া হবে।বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাংসের অডার বেশি হলে দিনে ৫/৭টা করে গরু জবাই করে মাংস বিক্রয় করা হয়।
এব্যাপারে পৌর এলাকার দায়িত্ব প্রাপ্ত এআই টেকনিশিয়ান মোঃ খোরশেদ আলম বলেন,বাঙ্গালী ব্রীজের পূর্ব ও পশ্চিম পাশের পৌরসভার নির্দিষ্ট স্থানে প্রতিদিন পরীক্ষার পর সুস্থ গরু জবাই করার অনুমতি প্রদান করা হয়ে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST