মনিরুজ্জামান জাহিদ বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে বিলুপ্ত হয়ে যাচ্ছে মৃৎশিল্প।
জানা যায়, আদিকাল হতে উপজেলার কালীতলায় ও হাটশেরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ছিল পালপাড়া নামে পরিচিত। যমুনা নদীর ভাঙ্গনে পাল পাড়াগুলো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। এখন পালপাড়ায় ৭ থেকে ৮ ঘর পাল আছে, যারা তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য টিকিয়ে রাখতে মাটির তৈরি হাড়ি পাতিল সহ বিভিন্ন রকম মাটির তৈরি খেলনা বিক্রি করে মৃৎশিল্পকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে গিয়ে অতুল চন্দ্র পাল( ৬৫) বলেন, আমরা আগে যমুনা নদীর পার থেকে মাটি তুলে হাড়ি পাতিল থেকে শুরু করে ছোট শিশুদের জন্য বিভিন্ন খেলনা তৈরি করে বাজারে বিক্রি করে জীবন-যাপন করতাম। আমাদের এখন চরম দুর্দিন চলছে। এখন শেরপুর উপজেলা হইতে ভটভটি ও মিনি ট্রাকে করে মাটি কিনে এনে কোন রকম জীবিকা নির্বাহ করে আসছি।
তিনি আরো বলেন, এক ভটভটি মাটি কিনে আনতে রাস্তায় ২০০ টাকা বিট দিতে হয়। এতে আমাদের অনেক লোকসান গুনতে হয়।কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অনিল চন্দ্র পাল( ৫০)। তিনি জানান,