প্রেস বিজ্ঞপ্তিঃ
বগুড়ার সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ০১(এক)বছরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল ইসলাম অন্তু।
মোঃ রাকিবুল হাসান আহাদ কে কো অর্ডিনেটর করে সভাপতি মোঃ রাশেদ মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ আরাফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নিরব হাসান,দপ্তর সম্পাদক মোঃ ফেরদৌস আলম, মোছাঃনাইমা তাসলিম শশী মহিলা বিষয়ক সম্পাদক, মোঃবাদল হাসান সবুজ
অর্থ বিষয়ক সম্পাদক।মোঃ জিহাদি নূর সানি ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ শুভ ইসলাম ত্রাণ বিষয়ক সম্পাদক,মোঃদিপু ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক,মোঃনূরনবী মাহমুদ প্রচার সম্পাদক,মোঃজিহাদ হাসান আইন বিষয়ক সম্পাদক, মোঃ জনি আহম্মেদ রক্তদান বিষয়ক সম্পাদক, মোঃ রিফাত হাসান রিপন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,,মোঃসাগর ইসলাম পরিবেশ বিষয়ক সম্পাদক।
এছাড়া ও রয়েছেন ৫জন কার্য নির্বাহী সদস্য তারা হলেনঃ,মোঃসম্পদ ইসলাম, জনি আহম্মেদ,মোঃকাজল মিয়া ,মোঃবিপ্লব,মোও তন্ময়।