বরগুনা প্রতিনিধি:
বরগুনায় গভীর রাতে প্রধান সড়ক কেটে ড্রেজারের পাইপলাইন স্থাপনের অভিযোগ উঠেছে যুবদল নেতার ভাই ও যুবদল সদস্য সোহেলের বিরুদ্ধে। অনুমতি ছাড়াই সরকারি সড়ক কাটার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে বরগুনা–চালিতাতলী মহাসড়কের খাদ্যগুদামের দক্ষিণ পাশে পেইজ ঢালাই করা সড়কের অংশ কেটে পাইপলাইন স্থাপন করতে দেখা যায় শ্রমিকদের। শ্রমিকরা জানান—সোহেল তাদের রাতেই রাস্তা কাটতে নির্দেশ দিয়েছেন।
পথচারীরা অভিযোগ করে বলেন, “রাতের আঁধারে পাকা রাস্তা কাটার কোনো বৈধতা নেই। এতে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হবে, দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।”
এ বিষয়ে যুবদল সদস্য সোহেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, পৌরসভা থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, তবে অনুমতিপত্র এখনো হাতে পাননি। তিনি আরও বলেন, “কাগজ হাতে পাইনি। কাজটা অপরাধ জানি। তবে পাইপলাইন উপরে থাকলে গাড়ি চলাচলে সমস্যা হয়, তাই নিচ দিয়ে দিচ্ছি। অনুমতি নিয়ে করাই উচিত ছিল।”
ঘটনার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) অনিমেষ বিশ্বাস মুঠোফোনে জানান,
“একটি পাকা সড়ক কেটে ড্রেজারের পাইপলাইন টানার কোনো বৈধতা নেই। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি।”
সরকারি সড়ক কাটার মতো গুরুতর ঘটনাটি প্রশাসনের নজরে আসার পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


