বেরোবি প্রতিনিধি: পারভেজ হাসান সায়েম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) গঠনের খসড়া গঠনতন্ত্র চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব ইউজিসি সদস্য ও এই কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিক। সভায় খসড়া সংবিধিটি পর্যালোচনা ও চূড়ান্তকরণসহ পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামাণিক জানান, “এটি একটি ফলপ্রসূ মিটিং হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই খসড়াটি ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ৩৮ ও ৩৯ ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক প্রণীত কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া সংবিধান চূড়ান্ত অনুমোদনের জন্য চ্যান্সেলরের নিকট প্রেরণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়।
কমিটির আজকের বৈঠকে সংবিধান পর্যালোচনা ছাড়াও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করার দিকেও গুরুত্বারোপ করা হয়।


