ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

    admin
    January 12, 2026 12:24 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের শার্শা উপজেলার গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (১২ জানুয়ারি) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, অভিযানে ৫২ বোতল ‘উইনসেরেক্স’ (WINCEREX) সিরাপ এবং ৫০ বোতল এস্কাফ’ (ESKUF) সিরাপ জব্দ করা হয়েছে।

    বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত রাতে রুদ্রপুর ও গোগা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে মোট ১০২ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়।

    ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত এলাকায় মাদক ও যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পাচারকারী চক্রকে ধরতে সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে।

    তিনি আরও উল্লেখ করেন যে, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST