ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে ২ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডি প্রকৌশলী ও সার্ভেয়ারসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    admin
    November 10, 2025 6:05 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    প্রতারণার মাধ্যমে ২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৮০২ টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর সদর উপজেলার প্রকৌশলী ও সার্ভেয়ারসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

    মামলার আসামিরা হলেন, যশোর সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী চৌধুরী আসিক রেজা, সার্ভেয়ার মো. আব্দুর রহমান এবং মণিরামপুর উপজেলার মেসার্স হীরা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শাহিনুর কবীর শাহীন।

    রোববার যশোর শহরের স্টেডিয়াম পাড়ার ঠিকাদার সৈয়দ নাসির হায়দার রানা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডলের আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগের তদন্ত করে যশোর জেলা গোয়েন্দা পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি শাহিনুর কবীর শাহীন এলজিইডির টেন্ডারের মাধ্যমে ২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৮০২ টাকার একটি সড়ক উন্নয়ন কাজ পান। ২০২৪ সালের ১২ নভেম্বর তিনি টেন্ডারের সম্পূর্ণ কাজ ও বিল উত্তোলনের ক্ষমতাসহ চুক্তিনামা করে কাজটি ঠিকাদার সৈয়দ নাসির হায়দার রানার কাছে বিক্রি করেন। সাক্ষীদের উপস্থিতিতে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এ বিষয়ে লিখিত চুক্তিও সম্পাদন করা হয়।

    বাদী রানা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে বিল উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে জমা দেন। কিন্তু দীর্ঘ সময়েও বিল না পাওয়ায় তিনি উপজেলা প্রকৌশলী চৌধুরী আসিক রেজার বরাবর আবেদন করলে তিনি সার্ভেয়ার আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পরে বাদী জানতে পারেন, প্রকৌশলী আসিক রেজা ও সার্ভেয়ার আব্দুর রহমানের যোগসাজশে আসামি শাহিনুর কবীর শাহীন প্রতারণার মাধ্যমে টেন্ডারের পুরো বিল আত্মসাৎ করেছেন। এ বিষয়ে শাহীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাদীকে টাকা না দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। চলতি বছরের ৬ নভেম্বর বাদী একই অভিযোগ উপজেলা প্রকৌশলীর কাছে জানালে তিন আসামি একত্রে তাকে হুমকি দেন এবং অফিস থেকে বের করে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST