ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে ছেলেকে কুপিয়ে হত্যা

admin
November 13, 2025 7:59 pm
Link Copied!

মোঃ তানজিলুল ইসলাম লাইক, রাজশাহী:

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) কে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরের ডাবতলা এলাকায় স্পার্ক ভিউ নামের একটি দশতলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার ও হামলাকারী যুবকও আহত হয়েছেন। দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সুমন নবম শ্রেণির ছাত্র। ভবনের অন্যান্য বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় রামেকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, বিকেলের দিকে লিমন নামের এক যুবক ভবনে প্রবেশ করে। তিনি বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয় দেন এবং দারোয়ানের খাতায় নিজের নাম ও মোবাইল নম্বর লিখে ফ্ল্যাটে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই গৃহকর্মী দারোয়ানকে এসে জানান, ফ্ল্যাটে বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। পরে সবাই মিলে ফ্ল্যাটে গিয়ে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন চালক এবং পূর্বপরিচিত ছিলেন। তাসমিন নাহার সিলেটের সুরমা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে আগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

তিনি আরো বলেন, ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST