আকতারুজ্জামান, তানোর,রাজশাহী :
রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেছেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা রয়েছেন।আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে তিনি তানোর ও গোদাগাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। পথসভা, সংক্ষিপ্ত সমাবেশ ও সরাসরি ভোটারদের সঙ্গে সাক্ষাতে প্রার্থী এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে কথা বলেন এবং নানা বিষয়ে নিজেদের মতামত জানান।
মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। তিনি বলেন, নির্বাচিত হলে রাজশাহী-১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে তিনি ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
প্রচারণাকে ঘিরে তানোর ও গোদাগাড়ী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনী মাঠে প্রার্থীর সক্রিয় উপস্থিতি ও ধারাবাহিক কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর মাঝেও আলোচনার সৃষ্টি হয়েছে।


