বরুড়া প্রতিনিধি
সন্তানদের বাসায় রেখে পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে ডিভোর্সের পর স্বামীর অধিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক পুলিশ সদস্যের সাবক স্ত্রী।
জানা গেছে ২০২২ সালে ওই পুলিশ সদস্য চাঁদপুরে থাকা অবস্থায় তাদের ভাড়া বাসা হতে তার সাবেক স্ত্রী হেলেনা আক্তার সন্তানদের বাসায় রেখে পালিয়ে যায়। এনিয়ে অনেক সালিশ হয়। বিষয়টি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসন অবগত রয়েছেন।
ওই পুলিশ সদস্য মোনায়েম হোসেন বলেন, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে কুমিল্লার বরুড়ায় একটি সংবাদ সম্মেলনের বরাত দিয়ে দৈনিক আমাদের সময়, দৈনিক কালবেলা, দৈনিক ভোরের ডাক সহ কয়েকটি প্রিন্ট, অনলাইন ও স্থানীয় পত্রিকায় ‘স্ত্রীর অধিকার চেয়ে চার সন্তানের জননীর সংবাদ সম্মেলন’
শিরোনামে সংবাদটি আমার নজরে আসে। আমার সাবেক স্ত্রী হেলেনা আক্তার সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন। মুলতঃ ২০২২ সালে আমার সাবেক কর্মস্থল চাঁদপুরে আমার ভাড়া বাসা হতে আমার সাবেক স্ত্রী হেলেনা আক্তার সন্তানদের বাসায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আমি বাড়ীতে গিয়ে স্থানীয় ভাবে উক্ত বিরোধ মিমাংশার চেষ্টা করি। কিন্তু সে কোন প্রকার কারো কথায় কার্নপাত না করে বলেন, আমার সম্পদ তার নামে লিখে দিলে সে আমার সংশার করবে। সে প্রতিনিয়ত অন্য পুরুষের সাথে ফোনে কথা বলা নিয়ে আমার সাথে ঝগড়া হতো। স্থানীয় শালিশে সে কারো কথা না শুনে গত ২৯/০১/২৩ তারিখে আমার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। অথচ বিগত ২০১৬/২০১৭ সালে আমি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে লোন করে তার নামে তিন ধাপে ১১,০০০০০/- (এগারো লক্ষ টাকার সঞ্চয় পত্র কিনে রাখি। সেটাই আমার জীবনের বড় কাল। তার দেয়া মিথ্যা যৌতুক মামলা ০১বছর পরিচালন করি। পরবর্তীতে মামলায় সে সুবিধা পাবেননা বলে মামলা প্রত্যাহার করে। আমি আমার সন্তানদের কথা চিন্তা করে কক্সবাজার পুনরায় বাসা নিয়া তাকে রাখি। এখানেও সে দিনরাত ফোনে কথা বলে এবং আমি কিছু বললে সে আমার চাকুরী খাবে বলে বার বার হুমকি প্রদান করে। আমি তার এত যন্ত্রণা সইতে না পেরে নিরুপায় হয়ে গত ২৯/৪/২০২৪ তারিখে শরীয়ত ও আইনগত ভাবে তাকে ডিভোস দেই। ইদ্দত কালীন সময় পার হলে গত ১৮/০৮/২০২৪ তারিখে তালাক রেজেস্ট্রী হয়। আমি প্রতি মাসে আমায় বাচ্ছাদের জন্য ২০ হাজার/২২ হাজার টাকা করে পাঠাইতাম। সে সকল ডকুমেন্টস আমার কাছ আছে। সেগুলো আমি আদালতে উপস্থাপন করেছি। সে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্যেশ্য প্রনোদিত খবর প্রচার করে আমাকে সামাজিক মানষিক ভাবে আমার মান মর্যাদা ক্ষুন্ন করছে। আমি এ সকল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আমার বাচ্ছাদের ফেরত চাই। আমি তার দেয়া মিথ্যা মামলার কারনে এক বছর সাময়িক বরখাস্ত ছিলাম। তার করনে বিভাগীয় মামলা এখনো শেষ হয়নি। এ পযন্ত সে বহু বার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। সে ও তার পরিবার বহু অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। এইসবের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন যায়গায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে যাচ্ছেন।