মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
মঙ্গলবার (২৫ নভেম্বর) হাটহাজারী উপজেলা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।পরিদর্শন শেষে হাটহাজারী উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সেবাগ্রহীতার সাথে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মহোদয় ৪৮০ জন নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
পরবর্তীতে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন করে ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
জেলা প্রশাসক হালদা নদীতে ছাত্তারঘাট পয়েন্টে হালদার ডিম সংগ্রহকারী ও মৎসজীবীদের উপস্থিতিতে ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করেন।
পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন। একইসাথে ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন৷ এছাড়াও বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন৷


