এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার অন্তর্গত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭নং ওয়ার্ড পশ্চিম শাখার সভাপতি চান মিয়ার সভাপতিত্বে এক স্মরন সভা অনুষ্টিত হয়,উক্ত স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ও পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল হুদা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাসেম, পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ ও মোঃ সুরত আলম, বিএনপি নেতা সাবের আহামদ , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুল ইসলাম নয়ন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা , উপজেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন দলীয় প্রধান প্রধান নন, তিনি গৃহিণী থেকে উঠে এসে একাধারে দলীয় প্রধান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জোট প্রধান, তিন বারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মোড়ে মোড়ে জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং দেশের স্বার্থে ছিলেন অনড়। আজকের সুশৃঙ্খল জাতীয়তাবাদী দল বেগম জিয়ার পরিশ্রমের ফসল।


