ঢাকাThursday , 6 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আমতলীতে যৌথ বাহিনীর অভিযানে ১১শ কেজি জাটকা ইলিশ জব্দ

    admin
    November 6, 2025 10:54 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি।।

    বরগুনার আমতলীতে যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার ১১শ কেজি অবৈধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

    আজ সকাল ১০টায় বরগুনার আমতলী উপজেলার সৈকত ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালানো হয়। এসময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিভিন্ন বাস তল্লাশি করে ২৫টি কার্টুনে রাখা ১১শ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে নৌবাহিনী মাছগুলো মৎস্য বিভাগের মাধ্যমে আমতলী থানায় প্রেরণ করে।

    আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, “জব্দকৃত জাটকা মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে অসহায়, দুঃস্থ ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়েছে।”

    নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট লেফটেন্যান্ট নাকিব নাসিরুল্লাহ বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। ভবিষ্যতেও অবৈধ জাটকা পরিবহন ও মজুদ রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

    জব্দকৃত মাছ বিতরণের মাধ্যমে প্রশাসনের এই কার্যক্রমে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST