জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার কুমিল্লা শাখার উদ্যোগে চৌদগ্রাম উপজেলার স্হানীয় গণ্যমান্য, সামাজিক, সাংবাদিক ও দায়িত্বশীলদের সম্মানে এক মতবিনিময় সভা বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা শাখা ইনচার্জ আশ্রাফুল আলম সিদ্দিকের সভাপতিত্বে এবং কুমিল্লা শাখা বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মোঃ আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের হেড অব মার্কেটিং মোঃ আশ্রাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে মাওঃ হাসান মজুমদার, মাওঃ আরিফুর রহমান, মাওঃ নুর আহমদ, মাস্টার কফিল উদ্দিন, আবু তাহের ও সাংবাদিক ইমাম হোসেন ভুঁইয়া শরীফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওঃ মোঃ ইবরাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌরসভা সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, ভিপি জাহাঙ্গীর হোসেন, ইবনে সিনা কুমিল্লা শাখার সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাফিজ আল জিহাদ, একাউন্টস ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, পাবলিক রিলেশন অফিসার রবিউল করিম শামীম, অফিসার হোসেন আলী সহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী , সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


