ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটি ২০২৬-এর নির্বাহী কমিটি ঘোষণা

    admin
    January 21, 2026 8:38 pm
    Link Copied!

    বরগুনা প্রতিনিধি:

    তরুণদের নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলার ২০২৬ সালের নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

    নবগঠিত এই কমিটিতে মোট ০৭ জন উদ্যমী ও সম্ভাবনাময় তরুণ দায়িত্ব পেয়েছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে ইয়ুথ ফর পলিসির কার্যক্রম বাস্তবায়ন, তরুণদের কণ্ঠস্বর নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরা এবং নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা পালন করবেন।

    ঘোষিত কমিটিতে Md. Sohanur Rahman Saykat-কে Team Lead এবং Zihad Khondoker-কে Co-Lead হিসেবে মনোনীত করা হয়েছে।

    Team Lead হিসেবে Md. Sohanur Rahman Saykat-এর বক্তব্য (প্রায় ২ মিনিট)

    Md. Sohanur Rahman Saykat তাঁর প্রতিক্রিয়ায় বলেন—
    “ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটির টিম লিড হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের। এই দায়িত্বকে আমি কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং তরুণদের জন্য কাজ করার একটি বড় সুযোগ হিসেবে দেখছি।

    বরগুনা জেলার তরুণদের রয়েছে অসীম সম্ভাবনা, কিন্তু অনেক সময় তাদের কণ্ঠস্বর নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। ইয়ুথ ফর পলিসির মাধ্যমে আমরা সেই ব্যবধান কমাতে চাই। আমাদের লক্ষ্য হবে—তরুণদের নীতিগত সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় সমস্যাগুলোকে জাতীয় আলোচনায় নিয়ে আসা।

    আমি বিশ্বাস করি, একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমাদের কমিটি সম্মিলিতভাবে শিক্ষা, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার এবং যুব ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করবে।

    আমি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আস্থার জন্য। একই সঙ্গে আমার সহকর্মী Co-Lead ও পুরো টিমের প্রতি আহ্বান জানাই—আমরা যেন সততা, দায়িত্বশীলতা ও ঐক্যের মাধ্যমে ইয়ুথ ফর পলিসির আদর্শকে সামনে এগিয়ে নিতে পারি।”

    Co-Lead হিসেবে Zihad Khondoker-এর বক্তব্য (প্রায় ১ মিনিট)

    Co-Lead Zihad Khondoker বলেন—
    “ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটির কো-টিম লিড হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অনুপ্রেরণার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।

    আমরা বরগুনা জেলার তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করব এবং তাদের মতামত ও চিন্তাকে নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরার চেষ্টা করব। টিম লিডসহ পুরো কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

    সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, কার্যকর ও দায়বদ্ধ কমিটি গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

    নবগঠিত এই কমিটির প্রতি স্থানীয় তরুণ সমাজ আশাবাদ ব্যক্ত করেছে। ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কমিটি আগামী দিনে যুব নেতৃত্ব ও নীতিগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST