(পটুয়াখালী) বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
পটুয়াখালী -২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র শামীম সাঈদী।
সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইসহাক।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, “১০ দলীয় ঐক্য কোনো একক নেতার আধিপত্য প্রতিষ্ঠার জন্য গঠিত হয়নি, কোনো একটি দলের স্বার্থ উদ্ধারের জন্যও নয়। এই ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।”
তিনি আরও বলেন, “১০ দল নিজেদের ভাগ্য গড়তে নয়, জনগণের ভাগ্য গড়তেই নির্বাচনে অংশ নিয়েছে।”
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাউফলের ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“আমি স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি— এমপি হলে আমি কোনো সরকারি সুবিধা নেব না। প্লট নেব না, ট্যাক্স ফ্রি গাড়িও নেব না। এমপি হিসেবে যে সরকারি সুযোগ-সুবিধা থাকবে, তা বাউফলবাসীর কল্যাণে ব্যয় করবো।”
তিনি আরও বলেন, “৬০ দিনের মধ্যে বাউফলকে মাদকমুক্ত এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।”
বাউফলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “প্রয়োজন হলে বাউফলের প্রধান সড়ক দুই লেন বা চার লেনে উন্নীত করা হবে। চরের জমি যার, ফসল তার—এই ইনসাফের লড়াই চলবে।”
ড. মাসুদ আরও বলেন, “ক্ষমতায় যাই বা না যাই, বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়নে ভূমিকা রাখবো।”
প্রধান বক্তার বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাউফলবাসী সৌভাগ্যবান। তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে। মাসুদ ভাই শুধু বাউফলের সম্পদ নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের হাতে ভোটকেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না। যারা ভয় দেখায়, তারা নিজেরাই ভয় পেয়ে গেছে। আপনারা সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।”
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব বিন মুছা, পটুয়াখালী-১ আসনে ১০ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ ১০ দলের জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com