নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল লতিফ মাষ্টার আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যোগদান করেছেন।
রোববার লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে আব্দুল লতিফ মাষ্টারকে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় এই নেতার বিএনপিতে যোগদানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


