ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

    admin
    November 13, 2025 2:20 pm
    Link Copied!

    ‎কুষ্টিয়া প্রতিনিধি: এস.এম. রিয়াদুল ইসলাম

    ‎রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ হাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

    ‎ধাক্কার পর লোকাল বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে আহতদের স্থানীয় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুই বাসের ৫০ থেকে ৫৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে ভাগ্যক্রমে কেউ নিহত হয়নি।

    ‎কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    ‎এদিকে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “আমরা বিকট শব্দ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি বাস দুটো একে অপরের সঙ্গে লেগে আছে। অনেক যাত্রী চিৎকার করছিলেন। স্থানীয়রা মিলে তাদের বের করে হাসপাতালে পাঠাই।”

    ‎দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST