ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রাম রাজারহাটে মৃৎশিল্প রক্ষায় সমাজসেবা থেকে পেল ঋণ সহায়তা।

    admin
    January 12, 2026 10:12 pm
    Link Copied!

    রতন রায় :রাজারহাট (কুড়িগ্রাম)

    রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিলুপ্তপ্রায় মৃৎশিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। ‘মাতৃকেন্দ্র’ প্রকল্পের আওতায় স্থানীয় মৃৎশিল্পী নারীদের মাঝে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ‘পল্লী সমাজসেবা’ প্রকল্পের আওতায় মোট ৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

    রাজারহাটের সোম-নারায়ন,ও ফরকেরহাট বালাকান্দি- মৃৎশিল্পের অবলুপ্তির ঝুঁকি ও শিল্পীদের সমস্যা বিষয়টি তুলে ধরা হলে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের মানবিক কর্মকর্তা মোঃহাবিবুর রহমান-দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়। এ উদ্দেশ্যে সোমবার একটি জরুরি সভার আয়োজন করে উপকারভোগীদের হাতে চেক হস্তান্তর করা হয়।

    ‘মাতৃকেন্দ্র’ প্রকল্পের মাধ্যমে পূর্ণিমা রানি, সরস্বতী রানি ও ভানু পালসহ ১২ জন মৃৎশিল্পীকে প্রত্যেকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এ ছাড়া পল্লী সমাজসেবা প্রকল্পের আওতায় আরও ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। এই অর্থ শিল্পীদের কাঁচামাল ক্রয়, উৎপাদন বৃদ্ধি ও বিপণনে ব্যবহৃত হবে।

    রাজারহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “মৃৎশিল্প আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি হারিয়ে যেতে বসেছিল। জীবন-জীবিকা সংকটে পড়া এসব শিল্পীকে স্বাবলম্বী করতে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই ঋণ প্রদান করা হয়েছে। তারা যাতে তাদের শিল্পকর্ম টিকিয়ে রাখতে ও সম্প্রসারণ করতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য।”

    অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা সহকারী অফিসার মোছাঃ ববিতা খাতুন, সুপারভাইজার মোঃ রাশেদ পারভেজ এবং ঋণ সুবিধাভোগী মৃৎশিল্পী নারীরা উপস্থিত ছিলেন।

    এই আর্থিক সহায়তার মাধ্যমে রাজারহাটের ঐতিহ্যবাহী মৃৎশিল্প পুনরায় প্রাণ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা । এ উদ্যোগ নারীদের আর্থিক স্বাধীনতা অর্জন এবং স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST