ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুমারখালীতে জামায়াতের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    December 1, 2025 8:32 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুমারখালীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আফজাল হোসেন। তিনি বলেন,
    “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হোসেন শমশের, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারি কামাল হোসেন এবং পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানা প্রমুখ।
    বক্তারা তাদের বক্তব্যে ৪-দলীয় জোট সরকারের সময়কালসহ বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার অবদান ও ভূমিকা তুলে ধরেন।

    অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম।
    দোয়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST