কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:-
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে ঋণ পরিশুধের চাপে গৌরাঙ্গ মালাকার (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভুগছিলেন রিক্সা চালক গৌরাঙ্গ মালাকার । প্রতিদিনের চাপ, কিস্তির জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে শেষ পর্যন্ত সোমবার (৫ জানুয়ারি) সন্ধায় নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত গৌরাঙ্গ মালাকার তিন সন্তানের জনক ছিলেন।
এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষের মাঝে আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়েছে।
পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন, ঘটনা স্থল আমি পরিদর্শন করেছি, স্থানীয় এলাকাবাসী দারনা করে বলেন গৌরাঙ্গ প্রতিদিনের কিস্তির জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে আত্মহত্যা করেন৷
কুলাউড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানায় কুলাউড়া থানা পুলিশ।


