এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
২৯ অক্টোবর ২০২৫,কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া গত ২৬ ও ২৭ অক্টোবর ২০২৫ তারিখে দুইদিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
দুদক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে দুদক টিম সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ ও প্রমাণ সংগ্রহের কাজ শুরু করে।
অভিযান চলাকালে নিয়োগ প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জবাব নেওয়া হয় এবং সংশ্লিষ্ট নথিপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। দুদক টিম কার্যালয় থেকে বেশ কিছু মোবাইল ফোনসহ প্রয়োজনীয় আলামত জব্দ করে।
সার্বিক পর্যালোচনায় স্থানীয় বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রশ্নফাঁসের এ অপরাধ সংঘটিত হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছে দুদক।
দুদক জানায়, সংগৃহীত তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হয়েছে।
দুদকের কর্মকর্তা বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”
কুষ্টিয়া জেলায় সাম্প্রতিক বছরগুলোতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দুদকের এ অভিযানে সচেতন নাগরিক ও স্থানীয় প্রশাসন স্বস্তি প্রকাশ করেছেন।


