এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে মিরপুর ওয়াবদা কবরস্থানে দাফন করা হয়।
এর আগে একই দিন সকাল ৯টায় কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে মরহুমের গ্রামের বাড়ি ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম জানাজা আদায় করা হয়।
জানাজায় মরহুমের পরিবার-পরিজনের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা ও সর্বস্তরের প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। এ সময় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
আকস্মিক মৃত্যু
উল্লেখ্য, সোমবার বিকেলে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক মাওলানা আবুল হাশেম। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জন্ম ১৯৭১ সালে এবং মৃত্যু ২০২৬ সালে। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। তিনি পেশাগত জীবনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার স্থায়ী ঠিকানা ছিল মিরপুর পৌরসভার দারুস সালামপাড়া এলাকায়।
তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে উচ্চশিক্ষা অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে ‘সাথী’ মানের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি রুকনিয়াতের শপথ গ্রহণ করেন।
সাংগঠনিক অবদান
দীর্ঘ সাংগঠনিক জীবনে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মিরপুর উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পর উপজেলা আমির হন। ২০০৯ সালে কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি, ২০১৪ সালে জেলা সেক্রেটারি এবং ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা চার বছর কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেলা আমিরের পাশাপাশি দলের কেন্দ্রীয় সূরা সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।
পারিবারিক জীবন
অধ্যাপক মাওলানা আবুল হাশেমের পিতা মরহুম মুন্সি সাইজুদ্দিন ও মাতা মরহুমা রাহাতুন নেছা। তার স্ত্রী মনোয়ারা খাতুন মিরপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার কন্যা বর্তমানে আমেরিকা প্রবাসী।
শোক প্রকাশ
তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আদর্শিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com