এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া, ২০ জানুয়ারি ২০২৬
কুষ্টিয়া পুলিশ হাসপাতালে স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে আধুনিক প্যাথলজি শাখার পাশাপাশি রেডিওলজি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) উক্ত রেডিওলজি শাখার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, প্যাথলজিক্যাল শাখার পাশাপাশি রেডিওলজি শাখা চালুর মাধ্যমে পুলিশ হাসপাতালের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যুক্ত হলো। এর ফলে কুষ্টিয়া জেলায় কর্মরত পুলিশের সকল ইউনিটের সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা স্বল্প খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতাল কুষ্টিয়ার মেডিকেল অফিসার ডা. শারমিন জাহান সুরভী, ডা. সুলতানা রাজিয়া, পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।
অনুষ্ঠান শেষে সম্মানিত পুলিশ সুপার কুষ্টিয়া পুলিশ লাইন্স অভ্যন্তরে নির্মাণাধীন ড্রিল শেডের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com